সিরাজদিখানে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে জখম

  সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩ আগস্ট ২০২৪, ১৮:১২ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:১৪

মুন্সীগঞ্জ সিরাজদিখানে জমি নিয়ে বিরোধের জেরে স্বপন মন্ডল (৫৪) নামের এক ব্যক্তিকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা ১১ টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষিবিলাশ গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। জানা যায়, আহত স্বপন মন্ডল লক্ষিবিলাশ গ্রামের মৃত বিশ^নাথ মন্ডলের ছেলে। 

আহতের পারিবারিক সূত্রে জানা যায়, লক্ষিবিলাশ গ্রামের ৭৮ শতাংশ বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে স্বপন মন্ডল সঙ্গে বড় ভাই হেমন্ত মন্ডল(৭০) ও তার ছেলে রনি মন্ডল (২৪) এবং রঞ্জিত মন্ডলের (৬৫) সঙ্গে বিরোধ চলে আসছিল। আজ শনিবার সকালে জমির সীমানা নিয়ে স্বপন মন্ডলের সঙ্গে রনি মন্ডল ও রঞ্জিত মন্ডলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি মন্ডল লাঠি দিয়ে স্বপন মন্ডলের মাথায় নাকে মুখে,বুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। 

এ বিষয়ে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. এ.কে.এম.তাইফুল বলেন, রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা স্বপন মন্ডলকে উদ্ধার করে জরুরি বিভাগে আনা হয়। তাঁকে জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় । 

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুজাহিদুল ইসলাম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত