সিরাজদিখানে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১৯:৩৬ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০২:৫৮

মুন্সীগঞ্জ সিরাজদিখান খিদিরপুরে একটি পরিবার জমি দখল ও নির্যাতনের প্রতিবাদে  আজ বুধবার দুপুরে সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে উৎপল মজুমদার ও ছায়া রানী মজুমদার লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তারা বলেন, মুন্সীগঞ্জ জেলার বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালতের বিচারাধীন দেওয়ানী ০৬/২০১৮ নং মোকাদ্দমা যাহা মহামান্য সপ্রীম কোর্ট এর হাইকোর্ট বিভাগে সিভিল রিভিশন ২৫৩০/২০২৪ নং মোকাদ্দমা নিস্পত্তি না হওয়া পর্যন্ত খিদিরপুর মৌজার ৯১নং খতিয়ানের আর এস ৪৫০ নং দাগের সম্পত্তির বিষয়ে দলিল নিবন্ধন করণ স্থগিত করেন। ৪৫০ নং দাগের ২৬শতাংশ সম্পত্তিতে রাই মোহন মজুমদার ওরফে যাত্রা মোহন মজুমদার বিগত তারিখে হরিসুন্দরী দাসের কাছ থেকে খরিদ সূত্রে মালিক হলে ওয়ারিশ হিসেবে প্রফুল্ল কুমার মজুমদার ,কানাইলাল মজুমদার,মনিন্দ্র মোহন মজুমদার,যতীন্দ্র মোহন মজুমদারকে রাখিয়া গেলে পঙ্কজ ও কানাই মজুমদার ১৯৯৩ সালে রেজিস্ট্রিকৃত ৪৮২নং বন্টন নামা দলিল রেজিস্ট্রি করেন। দলির অনুযায়ী মন্দ্রি মজুমদার ও যতিন্দ্র মজুমদার একত্রে ১৩শতাংশ জায়গা ছাহাম প্রাপ্ত হয়। এই সব বিষয়ে মনিন্দ্র মজুমদার ও যতিন্দ্র মজুমদারের পুত্রদ্বয় জানতে পেরে জাল দলিল ও তঞ্চকতা মূলক রায় ডিক্রী এর বিরুদ্ধে মুন্সীগঞ্জ যুগ্ম জেলা জজ ২য় আদালতে দেওয়ানী ০৬/২০১৮ নং মোকদ্দমা দায়ের করেন। এ মামলা চলমান থাকা সত্বেও জমি বিক্রির জন্য মৃত কানাই লালের ছেলে বিকাশ মজুমদার (মন্ডল) ও তুষার মন্ডল এলাকার খরিদ্দার দেখাচ্ছেন তারা। এর ধারাবাহিকতায় বিজ্ঞ আদালত নালিশি ভূমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা শুনানী না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার আদেশ প্রদান করলেও তারা তা উপেক্ষা করেন।

 এসময়ে উপস্থিত ছিলেন ছায়া রানী মজুমদারর,নদী মন্ডল.আমিতা মন্ডল.উৎপল মজুমদার,প্রনীত মন্ডল প্রমুখ। এ বিষয়ে সিরাজদিখান থানার এএসআই মোস্তাফিজুর রহমান জানান, বিরোধিয় জমিতে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বর্তমানেও কাজ বন্ধ আছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত