সিরাজদিখানে কোভিট-১৯ মহামারী মোকাবিলায় অবহিত করন সভা অনুষ্ঠিত

  লতা মন্ডল, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ  

প্রকাশ: ৩১ মার্চ ২০২১, ১৫:১৫ |  আপডেট  : ১১ মে ২০২৪, ০৭:৩৪

মুন্সীগঞ্জ সিরাজদিখানে কোভিট-১৯ মহামারী মোকাবিলায় কমিউনিটি বেইজড কার্যক্রম (সিএসটি) বাস্তবায়ন সংক্রান্ত অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লে· হল রুমে সিএসটি (কমিউনিটি সার্পোট টীম) কর্তৃক গ্রাম পর্যায়ে কোভিট-১৯ মহামারী বিষয়ক দিন ব্যাপী আলোচনা অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন  সিরাজদিখান উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ কে এম তাইফুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনূল হাসান নাহিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,মুন্সীগঞ্জ ডিস্ট্রিক কো-অর্ডিনেটর মনিরুল আলম চৌধুরী, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই আলমগীর হোসেন গাজী, সেভ দ্যা চিল্ড্রেন সিরাজদিখান ফিল্ড কো-অর্ডিনেটর হেলাল আহম্মেদ,সেভ দ্যা চিল্ড্রেন ফিল্ড সার্পোট অফিসার এমডি খায়রুল ইসলাম,বয়রাগাদী ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন গাজীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারা। 

বক্তারা বলেন, দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার এক বছরের বেশী সময় পেরিয়ে গেলেও এখনো কেন এমন কোন পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি যাতে করে আক্রান্ত রোগীরা তাদের টেস্টের রেজাল্ট অন্তত দ্রুতর সময়েরে মধ্যে জানতে পারেন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বাংলাদেশে ৩০ লাখ ৭২ হাজারের বেশি মানুষের করোনা ভাইরাস টেস্ট করা হয়েছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে ব্যাপক হারে টেস্ট বাড়ানোর পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর সেক্ষেত্রে অ্যান্টিজেন ভিত্তিক র‍্যাপিড টেস্ট কিটের ব্যবহার শুরু করা যেতে পারে বলে মত দিয়েছেন তারা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত