সিরাজদিখানে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৭ এপ্রিল ২০২২, ১৯:০৬ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০৭:১১

মুন্সিগঞ্জ সিরাজদিখানে ২০০ জন ক্ষুদ্র ও  প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার দিয়েছে সদর উপজেলা কৃষি বিভাগ। খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনার আওতায় এই কৃষি উপকরণ সরবরাহ করা হয়। 

বৃহস্পতিবার সিরাজদিখান উপজেলা কার্যালয় চত্বরে কৃষি বিভাগ আয়োজিত অনুষ্ঠানে সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে এ কর্মসূচির  উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ। অনুষ্ঠানে স্বাগত  বক্তব্য রাখেন, সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা রোজীনা আক্তার, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মহসিনা জাহান তোড়ন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হীমেল সরকার জুই, কৃষি উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, কৃষি উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাফায়েত হোসেন। অনুষ্ঠানে মোট কৃষকদের মধ্যে ২০০ জনকেই  ৫কেজি আউশ ও সার,২০ কেজি ডিএপি সার ও ১০কেজি এমওপি সার  ধান চাষের জন্য কৃষি সহায়তা দেওয়া হয়। 

এ ব্যাপারে সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার জানান, সারা জেলায় এ প্রণোদনার আওতায় ১৬০০ কৃষককে কৃষি উপকরণ সহায়তা দেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত