সিরাজদিখানে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ১৬:০১ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৬:২৭
মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন নাছির শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত পৌনে ১১টার দিকে সিরাজদিখান উপজেলার মালামত মাদ্রাসা সংলগ্ন পাকা রাস্তায় স্থানে এ ঘটনা ঘটে। নিহত নাছির শেখ মালামত গ্রামের মৃত সামাদ শেখের পুত্র এবং পেশায় সে একজন মাছ ব্যবসায়ী।
নিহতের ছোট ভাই সেলীম শেখ জানান, ফুপাতো ভাইয়ের জমি বিক্রি করার কাস্টমার এনে দেওয়ার কারনে নূরু ইসলামের ছেলে সেলীম(বাবু ২৮) ও নয়ন(২৫)সহ ৪/৫জন শনিবার রাত পৌনে ১১টার দিকে মাইক্রোবাসে এসে আমার ভাইকে গুলি করে ফেলে রেখে যায়। আমার ভাই আমাদেরকে ফোন তাকে গুলি করা হয়েছে বলে জানান। আমরা এসে আমার ভাইকে উদ্ধার করে সিরাজদিখান ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার আমার ভাই মারা গেছেন বলে জানান।
এ বিষয়ে এসআই মনোয়ার হোসেন বলেন, নিহত নাছিরের গলায় গুলির দাগ রয়েছে। তবে পোস্টমর্টেম হওয়ার পর বলতে পারব তিনি কীভাবে মারা গেছেন। নিহত নাছির শেখ সিরাজদিখান মালখানগর ইউনিয়নের মালামত গ্রামের বাসিন্দা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত