সিদ্দিকী নাজমুল আলমের হার্টের অপারেশন সম্পন্ন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ০৯:২৫ |  আপডেট  : ৩ এপ্রিল ২০২৫, ১৮:১২

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। গতকাল শনিবার সেন্ট্রাল লন্ডনের বার্টজ হসপিটালে তার হার্টে অপারেশন হয়। প্রধানমন্ত্রীর সাবেক উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন তার ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানান।

খোকন তার পোস্টে লেখেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের আজ (শনিবার) অপারেশন। হার্টে তিনটা ব্লক ধরা পড়েছে। সেন্ট্রাল লন্ডনের বার্টজ হসপিটালে অপারেশন হচ্ছে। সব বিতর্কের ঊর্ধ্বে গিয়ে বলতে পারি, তার মতো সাহসী ও ডায়নামিক সংগঠক দলের কোনদিন দুঃসময় এলে অনেক দরকার হবে। একসাথে কাজ করার অভিজ্ঞতা থেকেই বলছি, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে চারদিকে যখন সুনসান নীরবতা তখনও এই ছেলেটা কিছু নেতাকর্মীকে নিয়ে সবসময় মাঠে সরব ছিল।

নাজমুলের সুস্থতার জন্য সবার দোয়া চান খোকন। উল্লেখ্য, এর আগে গত ১৮ জুন ফেসবুকে নিজের অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত