সিটি কলেজে ঢাকা কলেজের শিক্ষার্থীদের হামলা, ভাঙচুর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৩:৫৮ |  আপডেট  : ২৩ এপ্রিল ২০২৫, ০৯:০৪

ঢাকা সিটি কলেজে হামলা ও ভাঙচুর চালিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ঠিক কী কারণে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সিটি কলেজে গিয়ে হামলা চালান। এসময় তারা কলেজ চত্বরে ভাঙচুর করেন। এরপর দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপে শুরু হয়।

এর আগে সোমবার (২১ এপ্রিল) ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেন সিটি কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনার ভিডিও ও তথ্য ঢাকা কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে। এর জেরেই আজ সিটি কলেজে হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা হামলা ও ভাঙচুর করার পর সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিটি কলেজ ও নিউমার্কেট এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এসময় পুলিশ সদস্যদের সঙ্গে সিটি কলেজের শিক্ষার্থীদের কথা কাটাকাটি করতে দেখা যায়।

অন্যদিকে এখন পর্যন্ত এ ঘটনার নির্দিষ্ট মোতায়েন কারণ জানা যায়নি। ঘটনা সম্পর্কে পুলিশের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

রাজধানীর এই দুই কলেজের শিক্ষার্থীরা কিছুদিন পরপরই তাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট কারণে সংঘর্ষে লিপ্ত হয়ে থাকে। তাদের এ সংঘর্ষ থেকে গণপরিবহন ভাঙচুরসহ দীর্ঘসময় রাস্তা বন্ধ করে রাখা হয়। এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পোহাতে হয়।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত