সায়েন্স নিয়ে অনুশোচনায় অমিতাভ বচ্চন, ফেল করেন পদার্থ বিজ্ঞানে!
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৩, ১১:১২ | আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৭:০৪
জীবনের পরীক্ষায় সফল অমিতাভ বচ্চন। বলিউডের শাহেনশাহ তিনি। বলিউডে এখনো অমিতাভের সিনেমা মানেই সিনেমা হলে দর্শকের ভীড়। তার মতো ভাড়ি কণ্ঠের এমন অভিনেতা না পেয়ে আক্ষেপ করে অনেক ইন্ডাস্ট্রি। এমন অভিনেতার ত কোনো আক্ষেপ থাকার কথা নয়। আক্ষেপ না থাকলেও তার কষ্ট রয়েছে।
আর সেই কষ্ট তিনি বেড়িয়েছে টানা তিন বছর ধরে। আর সেই কষ্টটা হলো স্নাতকে ফেল করা। স্কুল জীবনটা সহজে পার করলেও বিপত্তি বাঁধে কলেজে ভর্তির পর। সায়েন্স নিলেও পরে তার মনে হয়েছিল এটি ছিল তার ভুল সিদ্ধান্ত। কোনোরকম কলেজ পার করলেও স্নাতকে এসে ফেল করে বসেন পদার্থ বিজ্ঞানে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
যদিও পূণরায় পরিক্ষা দিয়ে দিল্লির কারমাইকেল কলেজ থেকে ১৯৬২ সালে স্নাতক সম্পন্ন করেছিলেন। সেই সময় সায়েন্স নেওয়ার এই সিদ্ধান্ত নিয়ে পরে তিনি অনুশোচনা করেন। তার এই ভুল সিদ্ধান্তের জন্য তাকে তিন বছর অনেক কষ্ট করতে হয়েছিল। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে নিজের জীবনের যন্ত্রণাদায়ক এই তিন বছরের কথা জানালেন শাহেনশাহ।
১৯৬৯ সালে ‘ভুবন সোম’ সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন অমিতাভ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ৫৪ বছর ধরে রাজত্ত্ব করে যাচ্ছেন অভিনয় জগতে। সামনে আছে তার বেশ কয়েকটা ছবি। টাইগার শ্রফ ও কৃতি স্যাননের সঙ্গে ‘গণপথ’ সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া ‘কল্কি-২৮৯৮’ সিনেমায় কমল হাসানের সঙ্গে দেখা যাবে। সম্পতি রজনীকান্তের সঙ্গে ‘থালাইভার-১৭০’ সিনেমায় যোগ দিয়েছেন অমিতাভ।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত