সাহায্যের হাত বাড়ালে বেঁচে যেতে পারেন গৃহবধূ তাছলিমা

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২২, ১৯:৫১ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ০১:৪২

নিম্নমধ্যবিত্ত পরিবারের গৃহবধূ তাছলিমা বেগম (৩৮) প্রায় চার মাস ধরে কিডনি, রক্তশূন্যতা, উচ্চ রক্তচাপ ও হার্টের সমস্যা জনিত রোগে আক্রান্ত। বাড়ি বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়নের জিনইর গ্রামে। উন্নত চিকিৎসার জন্য তার আর্থিক সাহায্যের প্রয়োজন। তার স্বামী দিনমজুর সাইফুল ইসলাম ধারদেনা করে চিকিৎসার খরচ চালিয়েছেন। এখন তিনি অসহায় হয়ে পড়েছেন। আর চিকিৎসার ব্যয়ভার বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। ফলে হাসপাতাল ছেড়ে তাছলিমা বেগম এখন বাড়িতে রয়েছেন। ডাক্তার জানিয়েছেন, উন্নত চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠতে পারেন। তার চিকিৎসার জন্য প্রায় ৩-৪ লাখ টাকার প্রয়োজন। সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন। আপনাদের সহযোগিতায় রোগীটি ফিরে পেতে পারেন একটি সুন্দর সুস্থ্য জীবন। মানবিক দিক বিবেচনা করে আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসতে পারেন আপনিও। সাহায্য পাঠানোর ঠিকানা- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হিসাব নং- ১২২৬৯৫৪, মোঃ সাইফুল ইসলাম ০১৭৫৭-২১৯৫৪৬ (বিকাশ পারসোনাল)। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত