সারাদেশে শ্রদ্ধার সাথে শহীদ শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালন

  জেলা প্রতিনিধিগণ

প্রকাশ: ৫ আগস্ট ২০২৩, ১৭:৪২ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:০৫

আদমদীঘি(বগুড়া)

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা শেখ মুজিবুর রহমান এঁর জৈষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন বীরমুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। ১৯৭৫ সালের ১৫আগষ্ঠের কালো রাত্রিতে স্বাধীনতা বিরোধী দেশী-বিদেশেী চক্রান্তের অংশ হিসেবে ঘাতকরা বঙ্গবন্ধু ও তার জৈষ্ঠ পুত্র শেখ কামাল সহ পরিবারের সকলকে হত্যা করে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে শহীদ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্ম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিত্বে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ সহ বিভিন্ন প্রতিষ্ঠাননের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয়। এরপর ১৫আগষ্ঠ জাতির পিতা বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল,স্মৃতিচারন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। 
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) মুনিরা সুলতানা,কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী,সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল,থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম,উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান,নাজিমুল হুদা খন্দকার,অধ্যক্ষ আব্দুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,আবির উদ্দীন খান প্রমুখ। পরে উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে গাছের চারা বিতরন করা হয়।

মোঃ হেদায়েতুল ইসলাম (উজ্জল)

আদমদীঘি(বগুড়া)

সিরাজদিখান, মুন্সিগঞ্জ

সর্বকালের র্সব শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম
জন্মবার্ষিকী সিরাজদিখানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়।

আজ শনিবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। এরপর সিরাজদিখান উপজেলা পরিষদ হলরুমে শহীদ ক্যাপ্টেন শেখ কামালকে নিয়ে এক আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সভায় সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম তানভীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনূল হাসান নাহিদ,সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলাম সুমন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন,উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম,ডাঃ এ কে এম তাইফুল হক, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখ,রশুনিয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড.আবু সাঈদ.সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,লতব্দী ইউপিনয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজ ফজলুল হক,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুমন মধু,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ,উপজেলা উদ্ভিদ সংরক্ষন কৃষি কর্মকর্তা মোঃ মোশারফ হোসেনসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সিরাজদিখান ইউনিট কমান্ড।

দিবসটি উপলক্ষে সকল সরকারি দপ্তরে দৃষ্টিনন্দন ব্যানার টানানো হয়। এছাড়া সকল মসজিদে বাদ যোহর শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর রুহের মাগফিরাত কামনার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

লতা মন্ডল

সিরাজদিখান, মুন্সিগঞ্জ

নন্দীগ্রাম, বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। 

শনিবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ নানা কর্মসূচি পালন করেছে।  

সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বেলা ১১টার দিকে দলীয় কার্ষালয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সরফুল হক উজ্জ্বল, শামীম শেখ, সাধারণ সম্পাদক এবং নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন, গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক মাহফুজা বেগম, আওয়ামী লীগ নেতা স্বপন চন্দ্র মহন্ত, বকুল হোসেন, আব্দুর রাজ্জাক, শাহিরুল ইসলাম, সানোয়ার হোসেন মিলন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আরাফাত রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ ও সাধারণ সম্পাদক শুভ আহমেদ প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

নাজমুল হুদা 

নন্দীগ্রাম, বগুড়া

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত