সারাদেশে যথাযথ মর্যাদার সাথে জাতীয় শোক দিবস পালন

  জেলা প্রতিনিধিগণ

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ০০:১১ |  আপডেট  : ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বরবার স্মরণ করা দরকার- পার্বত্য সচিব মশিউর রহমান এনডিসি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মশিউর রহমান এনডিসি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। তিনি একজন অকুতোভয় বীর। তিনি বাঙালির চেতনা। বঙ্গবন্ধু বাঙালি জাতির প্রেরণার উৎস। বঙ্গবন্ধুকে বারবার স্মরণ করা দরকার।

আজ রাজধানীর বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের অডিটোরিয়ামে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মশিউর রহমান এনডিসি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে পার্বত্য সচিব মশিউর রহমান এনডিসি আরও বলেন, একসময় জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ, দর্শন এবং চেতনাবোধ সম্পর্কে বাংলাদেশের এ প্রজন্মকে সুস্থধারার ধারণা প্রদান না করে বরং বিদ্বেষী মনোভাব জাগিয়ে তোলা হয়েছিল। ১৯৭১ সালে পাকিস্তানি শাসক গোষ্ঠী এদেশের জ্ঞানভিত্তিক বুদ্ধিজীবী প্রজন্মকে যেভাবে হত্যা করে দেশের মেধাকে ধ্বংস করেছিল। ঠিক একই কায়দায় বিশ্বাসঘাতক কুচক্রিমহল ১৯৭৫ সালের ১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের নির্মমভাবে হত্যা করে স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাসকে ভিন্ন পথে ধাবিত করার চক্রান্তে লিপ্ত ছিল। কিন্তু বর্তমান স্বাধীনতা পক্ষের শক্তি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ, চেতনা ও মূল্যবোধকে স্মরণ করে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করে দেশের ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে।

সচিব মশিউর রহমান এনডিসি আরও বলেন, দেশের মানুষের উন্নয়নের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, দর্শন, কর্ম ও আত্মজীবনী সম্পর্কে এ জাতির প্রজন্মকে অনেক বেশি জানতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনাবোধ সম্পর্কে এ প্রজন্মের অনুভূতি ও মানবিক মূল্যবোধকে জাগ্রত করতে হবে।

সততা, দক্ষতা ও জবাবদিহিতার মাধ্যমে যার যার অবস্থানে থেকে বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে দেশের কল্যাণে সকলকে কাজ করার আহ্বান জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম। জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম ও মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হুজুর আলী। এছাড়া বঙ্গবন্ধুর জীবনী স্মৃতিচারণ করে আরও বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা নিয়াজ মোর্শেদ মিঠু ও কম্পিউটার অপারেটর মুরাদ হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব আলেয়া আক্তার, যুগ্মসচিব মো. জাহাঙ্গীর আলম এনডিসি, উপসচিব সজল কান্তি বনিক, উপসচিব আবু রাফা মোহাম্মদ আরিফ, উপসচিব কাজী মোহাম্মদ চাহেল তস্তরী, উপসচিব মোহাম্মদ শরীফুল ইসলাম, উপসচিব মোঃ আলাউদ্দিন চৌধুরী, মন্ত্রীর একান্ত সচিব ও উপসচিব মোঃ লিয়াকত আলী, সচিবের একান্ত সচিব মোঃ শফিকুর আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম।

এর আগে সকালে রাজধানীর ধানমন্ডী ৩২ নম্বর প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন পার্বত্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মশিউর রহমান এনডিসি। পরে ঢাকার বেইলী রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের সম্মুখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পুস্পস্তবক অর্পণ করেন পার্বত্য সচিব।  এ উপলক্ষ্যে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের অডিটোরিয়ামে শোক দিবসের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। এছাড়া কোরআন খতম ও দোয়া মাহফিলের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ হয়।

বান্দরবান

বান্দরবান

লৌহজংয়ের গাওঁদিয়ায় জাতীয় শোক দিবস পালন

মুন্সিগঞ্জের লৌহজংয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে কোরআন খানি, গণভোজ, দোয়া মাহফিল, বৃক্ষরোপন, র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় দিনব্যাপী । অনুষ্ঠানের উদ্ভোধন করেন মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি । লৌহজং উপজেলার গাওঁদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে গণভোঁজ শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। গাওঁদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এই.এম আজিজুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. ওসমান গনি তালুকদার, সাধারন সম্পাদক আব্দুর রশিদ শিকদার, বি.এম শোয়েব, মো. মেহেদি হাসান, মো. আনোয়ার হোসেন, মো. আক্তারুজ্জামান, মো. তোপাজ্জল হোসেন তপন, মো. জাকির হোসেন বেপারী, মো. আবু ফায়সাল নিপু, হাজী মো. বিল্লাল হোসেন হাওলাদার, মো. আনোয়ার হোসেন, মো.ফায়সাল শিকদার, মো. আওলাদ হোসেন প্রমুখ ।

উপজেলার ১০ টি ইউনিয়নের ৯০ টি ওয়ার্ডে জাতীয় শোক দিবস পালন করা হয় ।

শেখ সাইদুর রহমান টুটুল

লৌহজং

সিরাজদিখানে বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালিত

মুন্সিগঞ্জ সিরাজদিখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিক ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাাসন আয়োজনে বিনম্র শ্রদ্ধায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের চত্ত¡রে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পুষ্পস্তবক অর্পণ শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
উপজেলা হলরুমে জাতীয় শোক দিবসের আলোচনা সভা, বৃক্ষ রোপণ ও অসহায় দুস্থ মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনূল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন,উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা,থানার ওসি মুজাহিদুল ইসলাম সুমন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখ,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,সিরাজদিখান উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ অন্যান্যোর মধ্যে উপস্থিতছিলেন তাঁতী লীগ সভাপতি মোঃ রাসেল শেখ সহ উপজেলা বিভিন্ন দপ্তর কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা সকল মসজিদে বাদ যোহর ইসলাম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাত বরণকারী শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে।

লতা মন্ডল

সিরাজদিখান

জাতীয় শোক দিবসে সিরাজদিখানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শ্রদ্ধা

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিরাজদিখান শাখা ।
সংগঠনটি কার্যকরী সভাপতি সুব্রত দাস রনক জানায়, ১৫ আগস্টে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত সর্বকালের সব শ্রেষ্ঠ বাঙালি, সিরাজদিখান উপজেলা পরিষদের নতুন ভবন চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে জোটের নেতাকর্মীরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন সিরাজদিখান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দিপক পিউস, সিরাজদিখান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি সুব্রত দাস রনক, সিরাজদিখান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব সরকার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক মোঃ আব্দুল জলিল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন তালুকদার,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সদস্য আব্দুর রশিদ রতণ, মধ্যপাড়া ইউনিয়ন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ ফারুক শেখ, ইছাপুরা ইউনিয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোঃ জুল হাস শেখ,রশুনিয়া ইউনিয়ন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আনোয়ার হোসেন চোকদার,কেয়াইন ইউনিয়ন ইউনিয়ন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদ মোঃ আব্দুল রাজ্জাক, ইছাপুরা ইউনিয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক আলম শেখ প্রমুখ।

লতা মন্ডল

সিরাজদিখান

 

শ্রীনগরে জাতীয় শোক দিবসে আলোচনা, দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকি পালন করেছে শ্রীনগর উপজেলা প্রশাসন। 
সকাল ১০টায় বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পনের পর উপজেলা মিলনায়তনে ইউ, এনও মোহাম্মদ হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে আলোচনা , দোয়া  পুরস্কার বিতরণ অনুষ্ঠান  হয়।  বক্তব্য রাখেন , উপজেলা পরিষদের চেয়ারম্যান  মশিউর রহমান মামুন,  উপজেলা আওয়ামীলীগের  সভাপতি হাজী মোঃ তোফাজ্জল হোসেন, ওয়ামীলীগের কেন্দ্রীয়    উপকমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক  সদস্য মাকসুদ আলম ডাব্লু , সহকারী কমিশনার  ভূমি সাফফাত আরা সাঈদ , উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু , মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর, উপজেলা জনস্ব্যাস্থ্য প্রকৌশলী আসিফ নেওয়াজ, ডি জি এম পল্লী বিদ্যুুত মদন গোপাল সাহা,  সমাজসেবা কর্মকর্তা মাহফুজা পারভীন , মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল,  জেলা পরিষদ সদস্য  এম মাহবুব উল্লাহ কিসমত। মুক্তিযুদ্ধা ইকবাল হোসেন , উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন উর রসিদ, উপজেলা  স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিশাত সিকদার, চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, পাটাভোগ ইউ পি চেয়ারম্যান  মুন  খান,  উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা  আলহাজ্ব মোঃ আজিজুল ইসলাম , হাসাড়ার সোলাইমান খান, কুটিয়ার বাবুল হোসেন বাবু, বীরতারার শহিদুল্লাহ কামাল ঝিলু, তন্তরের আলী  আকবর , রাঢ়ীখালের আব্দুল বারেকখান বারী,  শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি  মোঃ নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতি’র সভাপতি আমজাদ হোসেন , জাতীয় মহিলা সংস্থার শ্রীনগর উপজেলা চেয়ারম্যান   ফিরোজা বেগম, শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন খান  প্রমুখ। 
অনুষ্ঠান শেষে শিশু কিশোরদের মাঝে বিভিন্ন ইনভেন্টে পুরষ্কার প্রদান করা হয়। 

উপজেলার  অনুষ্ঠান শেষ হলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শোক দিবসের অনুষ্ঠান মালার আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড 
কার্যালয় । এছাড়াও শ্রীনগর উপজেলার ১৪ টি ইউনিয়নে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন গুলো যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মাধ্যমে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। 

নজরুল ইসলাম 

টঙ্গীবাড়ীর যশলংএ যথাযথ মর্যাদায় শোক দিবস পালন

মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালন করা হয়েছে ।

আজ ১৫ই আগস্ট রোজ মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় টঙ্গীবাড়ী উপজেলার যশলং  ইউনিয়নের বিভিন্ন স্থানে পুরা ডিসি দুর্গাচরণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ,ও ওয়েস্টান গ্রুপের সদস্য শহিদুল ইসলামের নিজ অর্থায়নে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে যশলং ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয় ।
পুরা দুর্গাচরণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ওয়েস্টান গ্রুপের সদস্য শহিদুল ইসলাম নয়টি ওয়ার্ডে ঘুরে ঘুরে খোঁজখবর নেন ।

উক্ত সময় উপস্থিত ছিলেন যশলং ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান দেওয়ান,যশলংইউনিয়নের সহ-সভাপতি আবু তালেব শেখ, যশলংইউনিয়নের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, যশলংইউনিয়নের আওয়ামী লীগ নেতা মমিন মৃধা,যশলং আওয়ামী লীগের নেতা নাহিদ হালাদার,যশলং ইউনিয়ন এর আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম শেখ,যশলং আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হাসান মোল্লা, যশলং ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হালদার, যশলং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, যশলং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হাসান সাগর, যশলং ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের সদস্য নুরুল আমিন মাদবর, যশলং ইউনিয়ন যুবলীগের নেতা হযরত আলী ,যশলং ইউনিয়ন যুবলীগ নেতা হিরা সিকদার সহ যশলং ইউনিয়নের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, শ্রমজীবী লীগ, মহিলা লীগ সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

লিটন মাহমুদ

টঙ্গীবাড়ী

রংপুরের কাউনিয়ায় জাতীয় শোক দিবস পালিত

কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মঙ্গলবার পালিত হয়।

উপজেলা ক্যাম্পাসে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবদনের মাধ্যমে কর্মসূচী শুরু করা হয়। শোক র‍্যালি শেষে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ নির্বাহী অফিসার মোঃ মহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, সহকারী কমিশনার (ভূমি) মনোনিতা
দাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল হক মোল্লা, কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন, প্রাণিসম্পদ কর্মকর্তা সিঞ্চিতা রহমান, ওসি (তদন্ত) ফরহাদ মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুজ্জামান আজাদ প্রমূখ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন ধর্মীয় উপাশনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনায় আয়োজন করা হয়।

সারওয়ার আলম মুকুল

রংপুরের কাউনিয়া

জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বগুড়া গাবতলীর কাগইল নায়েব উল্ল্যা আলিম মাদ্রাসার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে মোনাজাত করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আব্দুস সাত্তার, প্রভাষক সুজাউল ইসলাম, শাহিনুর আলম, সহকারী শিক্ষক জামাল উদ্দিন, আতিকুল ইসলাম, আইয়ুব আলী, আবুল কালাম আজাদ, এরফান আলী, আবুল বাশার, মোহাম্মাদ আলী, আলমগীর হোসেন, প্রদীপ কুমার,আইনুন নাহার, সাইফুন নাহার, দেশ-জাতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

আল আমিন মন্ডল বিপ্লব

বগুড়া

নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত 

বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, সাধারণ সম্পাদক এবং নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ প্রমুখ। তারপর যুব ঋণের চেক বিতরণ করা হয়। পরে বাদ জোহর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

এছাড়াও নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগসহ উপজেলার বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে। 
নাজমুল হুদা 

নন্দীগ্রাম

বগুড়ার আদমদীঘিতে জাতীয় শোক দিবস পালিত

বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন কল্পে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদে জাতীয় পতাকা অর্ধনিমিত্ত, কালো পতাকা উত্তোলন, আ’লীগ দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় পতাকা অর্ধনিমিত্ত, কালো পতাকা উত্তোলন সহ কালো ব্যাচ ধারন করা সহ বঙ্গবন্ধুর ভাষন সম্প্রচার করা হয়। এছাড়াও সকল সরকারী, বেসরকারী সহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত্ত ভাবে উত্তোলন করা হয়। সকাল ১০টায় উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর মুরালে পুস্পমাল্য অর্পন শেষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 
উপজেলা বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনা ও মসজিদে দোয়া, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অপর দিকে বিকেল ৪ টায় উপজেলা আ’লীগের উদ্যোগে বিশাল শোক র‍্যালি শেষে বাসষ্ট্যান্ড চত্বরে এক আলোচনা সভা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের সদস্য আশরাফুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কুদরত-ই-এলাহী কাজল, সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, আব্দুল হক আবু, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান পিয়াল, সুমিনুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান সহ আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

মোঃ হেদায়েতুল ইসলাম (উজ্জল)

বগুড়ার আদমদীঘি

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত