সাভারে সিঙ্গারের ওয়্যারহাউসে আগুন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৫ আগস্ট ২০২১, ১১:৩৫ |  আপডেট  : ২ মে ২০২৪, ০৯:২০

সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় সিঙ্গার ইলেকট্রনিক্সের একটি ওয়্যারহাউসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৮টায় ওই সিঙ্গার শোরুমে আগুন লাগে। এ ঘটনায় ঢাকা আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৮টার দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়া হয়। এ সময় সাভার ফায়ার সার্ভিসের ২টি ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ট্যানারি ফাঁড়ির আরও ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা ধরে ৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। একই সঙ্গে আরও ২টি ইউনিট যুক্ত হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত