সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ যুবদলের শুভ সূচনা
প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ১০:৩৭ | আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ২১:১৫
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের যাত্রাটা শুভ হয়েছে বাংলাদেশ দলের। ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সোমবার নিজেদের প্রথম ম্যাচে মিরাজ হোসেনের গোলে শ্রীলংকাকে ১-০ ব্যবধানে হারায় বাংলাদেশ যুবদল।
জয়ের প্রত্যয় নিয়ে দেশ ছাড়া বাংলাদেশ দল নিজেদের কথা রেখেছে। সোমবার উদ্বোধনী খেলায় দিনের দ্বিতীয় ম্যাচে জয় পায় বাংলাদেশ। আর প্রথম ম্যাচে নেপাল ৪-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে।
এদিন ম্যাচের প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি বাংলাদেশের যুবারা। পঞ্চম মিনিটে প্রথম সুযোগটি নষ্ট করেন ফরোয়ার্ড নোভা। ২০ মিনিটে রফিকুল ইসলামের হেড বাইরে চলে যায়। ৩৩ মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেন নোভা।
গোলশূন্য স্কোর লাইন নিয়ে বিরতিতে যায় দু'দল। দ্বিতীয়ার্ধে এসেও গোল পাচ্ছিলো না কেউই। তবে বাংলার যুবারা প্রত্যাশিত গোলটি পায় দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে। শাহিন মিয়ার আড়াআড়ি পাস থেকে দুর্দান্ত শটে গোল করেন মিরাজুল।
৫টি দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিয়েছে ভারত, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ২৭ জুলাই ভারতের বিপক্ষে। রবিন রাউন্ড পদ্ধতি শেষে গ্রপপর্বের সেরা দুই দল ফাইনাল খেলবে ৫ আগস্ট।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত