সান্তাহার স্টেশন মাষ্টারের অবসর জনিত বিদায় সংর্বধনা অনুষ্ঠান

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ১ জুলাই ২০২৪, ১৯:৫৭ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন মাষ্টার হাবিবুর রহমানের অবসর জনিত কারনে বিদায় সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় রেলওয়ে ফিসিং ক্লাব চত্বরে সান্তাহার জংশন স্টেশনের সকল পরিবহন ও বানিজ্যিক বিভাগের কর্মচারীবৃন্দের আয়োজনে ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও গুডস সহকারী কামাল পাশার সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংর্বধনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আহছান উল্যা ভুঁঞা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকশী বিভাগীয় পরিবহন কর্মকতা আনোয়ার হোসেন, বিভাগীয় বানিজ্যিক কর্মকতা নাসির উদ্দীন, পরিবহন কর্মকতা হারুনুর রশিদ, সহকারী বানিজ্যিক কর্র্মকতা এ কে এম নুরুল আলম। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী স্টেশনে মাষ্টার হাবিবুর রহমান, সাংবাদিক খায়রুল ইসলাম, সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন, নিরাপত্তা বাহিনীর পরিদর্শক নুর এ নবী, নবাগত স্টেশন মাষ্টার খাতিজা খাতুন প্রমুখ। আলোচনা শেষে বিদায়ী স্টেশন মাষ্টার হাবিবুর রহমানকে সম্মামনা ক্রেস প্রধান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ আহছান উল্যা ভুঁঞা। এরপর সান্তাহার রেলওয়ে বিভিন্ন বিভাগের কর্মকতা- কমচারীবৃন্দরা বিদায়ী স্টেশন মাষ্টারের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত