সান্তাহার রেলওয়ে ইয়ার্ডে থেকে যন্ত্রাংশ চুরির সময় চোর চক্রের এক সদস্য আটক

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৯ অক্টোবর ২০২৪, ১৮:২৫ |  আপডেট  : ১৯ নভেম্বর ২০২৪, ০৪:৪৩

বুধবার দিবাগত ভোর রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে ইয়ার্ড এলাকা থেকে রেলের যন্ত্রাংশ চুরির সময় একজন চোর চক্রের সদস্যকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী সদস্যরা।

সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর (পরিদর্শক) নুর এ নবী জানান, গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টায় সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা রেলওয়ে পুঁজা মন্ডপে ডিউটি চলাকালীন সময় ইয়ার্ডের দক্ষিন পার্শ্বে ৪/৫ জন লোক সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল অভিযান চালালে চোরের দল আমাদের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চোর চক্রের এক সদস্যকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত চোর চক্রের সদস্য হলো জাবেদ আলী (২৪)। সে উপজেলার সান্তাহার পৌর শহরের সান্তাহার ইয়ার্ড কলোনীর মৃত মোমিনের ছেলে। এ সময় তার কাছ থেকে চুরি করা ০১টি ব্রেক ব্লক, ০১ টি হুক, বেস প্লেট ০১টি, বিয়ারিং প্লেট ০১টি, এ্যাংকর বিয়ারিং প্লেট ০১টি, তামার কেবল, ১টি হাকসো ব্লেড (ফ্রেমসহ) ও ০১টি শাবল উদ্ধার করা হয়।

এ ঘটনায় সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর বাদী হয়ে গত বুধবার দুপুরে থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত