সান্তাহারে মহিলা চোর আটক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ১৯:৪৫ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ০০:১৯
সান্তাহারে এক মহিলার ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরির সময় সুমি বেগম (৩৫) নামের এক মহিলা চোরকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। গত শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় আদমদীঘির সান্তাহার রেলগেটের সামনে এ চুরির ঘটনা ঘটে। গ্রেফতারকৃত সুমি বেগম সান্তাহার ইয়ার্ড কলোনীর বাদশা মিয়ার স্ত্রী।
সান্তাহার রেলওয়ে থানার পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যায় সান্তাহার রেলগেটের সামনে আঙ্গুর বিবি নামের এক মহিলার ভ্যানেটি ব্যাগের চেন খুলে টাকা চুরির সময় স্থানীয় জনতা সুমি বেগম নামের এক মহিলা চোরকে আটক করে রেলওয়ে থানা খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে সুমি বেগমকে গ্রেফতার করেছে। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, এ ঘটনায় রেলওয়ে থানায় সুমি বেগমের বিরুদ্ধে একটি চুরি মামলা দায়ের করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত