সাইবার অপরাধ মোকাবিলা এখন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য চ্যালেঞ্জ: আইজিপি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ১৬:১৪ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:০৭

 পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, প্রযুক্তির দ্রুত প্রসারের ফলে অপরাধের ধরন ও প্রকৃতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। সাইবার অপরাধ মোকাবিলা এখন বিশ্বব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

শনিবার পুলিশ স্টাফ কলেজে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্স চালুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে কোর্সের প্রথম ব্যাচের উদ্বোধন করেন।

আইজিপি বলেন, ‘বাংলাদেশ পুলিশ সাইবার অপরাধ মোকাবিলায় সক্ষমতা অর্জনে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এ ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্স একটি সময়োপযোগী পদক্ষেপ।’

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বর্তমানে অপরাধের ধরনে নানা পরিবর্তন এসেছে। সাইবার অপরাধ প্রতিনিয়ত বাড়ছে। ক্রমবর্ধমান সাইবার অপরাধ নিয়ন্ত্রণে প্রশিক্ষিত ও দক্ষ পুলিশ গড়ে তোলার লক্ষ্যে এ কোর্সের গুরুত্ব রয়েছে।’

সভাপতির বক্তব্যে পুলিশ স্টাফ কলেজের রেক্টর মল্লিক ফখরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ পুলিশের অ্যাপেক্স ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই পিএসসি ইনস্টিটিউট সময়োপযোগী ও যথাযথ প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে দক্ষ পুলিশ কর্মকর্তা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’

১০ মাস মেয়াদি সাইবার অপরাধ মোকাবিলায় পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্সে বিভিন্ন পদ মর্যাদার পুলিশ কর্মকর্তারা অংশ নিয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত