সর্বকালের রেকর্ড ছাড়িয়ে ভারতীয় রুপির মান সর্বনিম্ন
প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ১৬:২৬ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ২২:০৫
সর্বকালের সব রেকর্ড ছাড়িয়ে ভারতীয় মুদ্রার মান সর্বনিম্ন অবস্থায় পৌঁছেছে। মঙ্গলবার (১৯ জুলাই) প্রথমবার মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান ৮০ রুপিতে পৌঁছায়। এদিন লেনদেনের শুরুতেই ভারতীয় রুপির মান ৮০.০১৭৫-এ পৌঁছায়, যা এখন পর্যন্ত সর্বনিম্ন। খবর হিন্দুস্তান টাইমসের।
মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার পতনের পেছনে বিশেষজ্ঞরা বেশ কিছু কারণ দেখিয়েছেন। তারা বলছেন, ডলারের শক্তি বৃদ্ধি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আন্তর্জাতিক বাজারে আর্থিক অবস্থা, অপরিশোধিত তেলের দাম, ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতিসহ বিভিন্ন কারণে অনেকদিন ধরেই ভারতীয় মুদ্রার মান কমছে। চলতি বছর মার্কিন ডলারের বিপরীতে রুপির মান প্রায় ৭ শতাংশ কমেছে।
এ বিষয়ে দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত মার্কিন ডলারের বিপরীতে রুপির মান প্রায় ২৫ শতাংশ কমেছে।
লোকসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং বিশ্বজুড়ে আর্থিক অবস্থার প্রভাবই ভারতীয় মুদ্রার পতনের প্রধান কারণ।
তিনি জানান, চলতি অর্থবছরে দ্রুত বেরিয়ে যাচ্ছে বিদেশি বিনিয়োগ। এখন পর্যন্ত ভারতের বাজার থেকে প্রায় ১৪ বিলিয়ন ডলার তুলে নিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। এটি ভারতীয় মুদ্রার দর পতনের অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ নিয়ে প্রায় ২৭ বারের মতো কমেছে ভারতীয় মুদ্রার মান। একদিকে ক্রমাগত ভারতীয় রুপির দাম কমছে। অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মার্কিন ডলারের দাম।
শুধু ভারত নয়, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বিশ্ব অর্থনীতির চেহারা বদলে দিয়েছে। বিশ্বজুড়ে রাজনৈতিক সংকটের কারণে প্রায় চার থেকে সাত শতাংশ পতন ঘটেছে মুদ্রার। আর তা প্রভাবিত করেছে সামগ্রিক অর্থবাজারকে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত