রানা দাশ গুপ্ত
সরকার অঙ্গিকার করে অঙ্গিকার রক্ষা করেনি, আমরা আবারও প্রতারিত হয়েছি
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৩, ১০:২৩ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ০১:৪০
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আ্যডভোকেট রানা দাশ গুপ্ত বলেছেন, সরকার অঙ্গিকার করে অঙ্গিকার রক্ষা করেনি,আমরা আবারও প্রতারিত হয়েছি । তো সংসদ অধিবেশন শেষ হয়ে গেল কিন্তু জাতীয় সংখ্যালঘু কমিশনের বিল পার্লমেন্টে তো উত্থাপিত হলনা, অতএব স্বাভাবিক ভাবে আমরা তো মনে করতে পারি আমরা আবারও প্রতারিত হয়েছি। তবে আমি এখনো বলতে চাই যে পার্লামেন্ট এখন নেই সরকারের যদি সদইচ্ছা থাকে তাহলে মন্ত্রী পরিষদের সভায় জাতীয় সংখ্যালঘু বিলের ব্যাপারে একটি নীতিগত অনুমোদন তারা যদি করে রাখতে পারে এর পরেও আমরা মনে করবো ভবিষ্যতে অর্জনের লরাইটাকে আমরা সানিত করতে পারবো।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার নিমতরা জেমস গ্রীল চাইনিজ রেস্ট্যুরেন্ট এন্ড পার্টি সেন্টারে মুন্সিগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ আয়োজিত এক সাংগঠনিক সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময়ে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক বলরাম বাহাদুর, মুন্সিগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি অভিজিৎ দাস ববি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক টিটু চৌধুরী,মুন্সিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর ঘোষ, লৌহজং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অলক কুমার মিত্র, বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এড.সমরেশ নাথ,সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি গোবিন্দ দাস পোদ্দার, শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন মোদক,লক্ষন মন্ডল,বিমল দাস প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অজয় চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী। এতে আরও উপস্থিত ছিলেন,তপন রাজবংশী,জ্ঞানদীপ ঘোষ, নয়ন রোজারিও,এনসি কর্মকার,পরিতোষ দেবনাথ,তাপশ দাস,অনিল রায়।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত