সরকারি বালু বিক্রির দায়ে শিবচরে ৫ জনকে জেল 

  এসআর শফিক স্বপন মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ১৭:৪৮ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদ থেকে বিআইডব্লিউটিএ'র উত্তোলনকৃত বালু বিক্রির দায়ে ৫ জনকে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে প্রত্যেককে ৫০ হাজার করে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে জরিমানা দিতে না পারায় প্রত্যেককে ১ মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন, ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকার রিয়াজুল শেখ (২৪), শিংগাড়ডাক এলাকার লিমন বেপারী(২২), দিঘলকান্দা এলাকার দুলাল খান(৩৯), সদরপুরের চান্দ্রা এলাকার সিয়াম খালাসী(২২) ও নগরকান্দার পশ্চিম সদরবেড়া এলাকার তুহিন বাওয়ালী(২০)। এরা উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের রেলব্রিজ সংলগ্ন পাড়ে রাখা সরকারি বালু ট্রাকযোগে নিয়ে বিক্রি করছিল। মঙ্গলবার আটকের পর বিকেলে তাদের এ দন্ড দেয়া হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আব্দুল মালেক এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এক টিম উপজেলার আড়িয়াল খাঁ নদের দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে সরকারি বালু বিক্রির সময় হাতেনাতে ৫ জনকে আটক করে। এসময় শিবচর থানা পুলিশ এবং সেনাবাহিনীর এক টিম উপস্থিত ছিল। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনপ্রতি ৫০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক। কিন্তু জরিমানার টাকা দিতে না পারায় একমাসের কারাদন্ড দিয়ে আটককৃতদের কারাগারে প্রেরণ করা হয়।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক বলেন,'তারা সরকারি বালু বিক্রি করছিল। আটকের পর তাদের এক মাসের কারাদন্ড দেয়া হয়েছে। আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত