সমাজসেবা কর্তৃক রিটায়ার্ড পুলিশ এ্যাসোসিয়েশনকে নিবন্ধন সনদ বিতরণ
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ১৫:১৫ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ১৭:১৩
মেহেরপুর জেলা সমাজসেবা কর্তৃক রিটায়ার্ড পুলিশ এ্যাসোসিয়েশন সংস্থাকে নিবন্ধন সনদপত্র অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে এগারটার দিকে রিটায়ার্ড পুলিশ এ্যাসোসিয়েশনের আয়োজনে মেহেরপুর কলেজ রোড নতুন শেখপাড়া অবসরপ্রাপ্ত এসআই নূর মোহাম্মদ খাঁনের বাড়ির সামনে নিবন্ধন সনদপত্র বিতরণ অনুষ্ঠান করা হয়।
এসময় প্রধান অতিথি পুলিশ সুপার রাফিউল আলম ও বিশেষ অতিথি জেলা সমাজসেবার উপপরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি রিটায়ার্ড পুলিশ এ্যাসোসিয়েশন সংস্থার সভাপতি দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক নূর মোহাম্মদের হাতে সমাজসেবা কর্তৃক নিবন্ধিত সনদপত্র তুলে দেন। পুলিশ পরিবারের সাধারন সদস্য ফারুক হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন প্রধান অতিথি পুলিশ সুপার রাফিউল আলম, বিশেষ অতিথি জেলা সমাজসেবার উপপরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, শহর সমাজসেবা অফিসার সোহেল মাহমুদ, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজীব, সাবেক পুলিশ পরিদর্শক আঃ জলিল। সভপতিত্ব করেন সংস্থার সভাপতি দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সদস্যবৃন্দ ও সাবকে পুলিশ সদস্য’র পরিবারবর্গ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত