সন্দেহভাজন হিজবুল্লাহ কর্মকর্তাকে আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩ নভেম্বর ২০২৪, ১৫:৩৮ |  আপডেট  : ১৭ নভেম্বর ২০২৪, ১১:৫৭

লেবাননের উত্তর উপকূলীয় শহর বাতরুনে বিশেষ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী।

শুক্রবার (১ নভেম্বর) ভোরে তাকে আটক করা হয় বলে জানিয়েছে  লেবাননের নিরাপত্তা সূত্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। আরেকটি সূত্রও ঘটনাটি নিশ্চিত করেছে।তবে এর দায়িত্বে কে ছিল তা উল্লেখ করেনি। লেবাননের রাষ্ট্র পরিচালিত জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে,নিরাপত্তা বাহিনী ঘটনাটি তদন্ত করছে।

একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেছেন, ‘শীর্ষস্থানীয় হিজবুল্লাহ সদস্যকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি তার ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।আটক ব্যক্তিকে ইসরায়েলি ভূখণ্ডে স্থানান্তরিত করা হয়েছে এবং তদন্ত করা হচ্ছে।'

তবে এ নিয়ে ইসরায়েল এবং লেবানন এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি।

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতিও উত্তর উপকূলীয় শহর বাতরুন থেকে একজন লেবানিজ নাগরিককে অপহরণের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।শনিবার মিকাতির কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে আটক ব্যক্তিকে ইমাদ আমহাজ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

হিজবুল্লাহপন্থি সাংবাদিক হাসান ইলাইক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ইসরায়েলি সেনাদের বড় একটি দল বাতরুনে অবতরণ করে এবং এক ব্যক্তিকে আটক করার পর স্পিডবোটে তুলে নিয়ে চলে যায়।

ওই সাংবাদিক সিসিটিভি ফুটেজ শেয়ার করেছেন। ফুটেজে  দেখা যায়, দুই সেনা একজনকে ধরে নিয়ে যাচ্ছে।

লেবাননের পরিবহনমন্ত্রী আলী হামিয়ে ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি আর কোনও বিবরণ দেননি। লেবানন সরকারে হিজবুল্লাহর প্রতিনিধি আলী হামিয়ে।  

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত