সংসদ সদস্য নির্বাচিত হলে খেলবেন কিনা প্রশ্নে যা বললেন সাকিব  

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৬ |  আপডেট  : ৩ মে ২০২৪, ১৬:৪৬

মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, ‘আমার এলাকায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ঘুরছি। যেখানেই যাচ্ছি, সেখানেই ভোটাররা রয়েছেন। সবাই আমাকে ভোট দেবেন বলছেন। আমিও তাদের ভাবনাকে স্বাগত জানাই।

বুধবার সকালে নিজের নির্বাচনি প্রচার কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য নির্বাচিত হলে খেলা চালিয়ে যাবেন কিনা জানতে চাইলে সাকিব বলেন, আমি তো অবসর নিইনি। আমি খেলার ওপরে আছি। তাই যখনই খেলতে পারব, তখনই দেশের হয়ে খেলব। এখন নির্বাচন ছাড়া আর কিছু ভাবছি না।

বিরোধী পক্ষ নিয়ে ভাবনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন, এখন বিরোধী পক্ষ যারা আছে, তাদের নিয়ে আমি ভাবছি না। আমি আমার নির্বাচনি ক্যাম্পেইন নিয়ে ভাবছি। আমার ইচ্ছা আছে, এলাকার ৪ লাখ ৫০০ ভোটার আছে, তাদের সবার সঙ্গে দেখা করার। ৭ তারিখে ভোটের পর অন্য কিছু নিয়ে ভাবতে চাই।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত