শ্রীনগর সরকারি সুফিয়া এ হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা
প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ১৬:৫০ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ২১:২৩
শ্রীনগর সরকারি সুফিয়া এ হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে শ্রীনগর সদর ইউনিয়নে অবস্থিত ওই শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। দৌড়, অন্ধের হাড়ি ভাঙ্গা, যেমন খুশি তেমন সাজো, বৃত্তের রাজাসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ গ্রহন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও প্রণব কুমার ঘোষ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্রীবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত