শ্রীনগরে ৩১দফা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত ও অটোরিকশা প্রদান

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৩ | আপডেট : ৫ এপ্রিল ২০২৫, ০৪:২৮

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের উপর ৩১দফার কর্মশালা ও নিহত রোমানের পরিবাকে সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর উপজেলার ছনবাড়ী অন্ডারপাস এলাকায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
নারী ও শিশু অধিকার ফোরামের মুন্সীগঞ্জ জেলার সভাপতি সনিয়া হাবিব লাবনীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
কর্মশালা শেষে নিহত নবম শ্রেণির ছাত্র শেখ রহমতুল্লাহ রোমানে পিতার হাতে একটি ব্যাটারি চালিত ইজি বাইক হস্তান্তর করা হয়।
নারী ও শিশু অধিকার ফোরাম সাধারণ সম্পাদক জসিম মোল্লার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডাঃ জাহিদ, শ্রীনগর ইউনিয়ন চেয়ারম্যান তাজুল ইসলাম, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সম্পাদক আলমগীর আলম, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরাম সিঃ যুগ্ন সাধারণ সম্পাদক লিপু, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, শ্রীনগর উপজেলা নারী ও শিশু অধিকার ফোরাম আহবায়ক সামসুল ইসলাম, সদস্য সচিব সামসুল হক, সিনিয়র যুগ্ন আহবায়ক কামরুন নাহার, সিরাজদিখান উপজেলা নারী ও শিশু অধিকার ফোরাম আহবায়ক পিন্টু, সদস্য সচিব রাকিব মোল্লা, সিনিয়র যুগ্ম আহবায়ক হোসনে আরা শিখা প্রমুখ।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত