শ্রীনগরে সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তাদের মতবিনিময় সভা
প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ১৯:২২ | আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০২:০৪
‘বেশি বেশি মাছচাষ করি, বেকারত্ব দুর করি” স্রোগানে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে শ্রীনগর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ অংশ হিসেবে শনিবার প্রথম দিন বেলা ১১ টায় শ্রীনগর প্রেসক্লাব মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কোভিড-১৯ বিবেচনায় রেখে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরন পূর্বক মূল প্রবন্ধ ও বিষয় বস্তু উপস্থাপন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক। এ সময় তিনি সাংবাদিকদের সাথে শ্রীনগর উপজেলা মৎস্য সম্পদের বিস্তারিত তথ্য, মৎস্য সম্পদের সম্ভাবনা,সমস্যা মৎস্য সম্পদ সংরক্ষন আইন ১৯৫০ মোতাবেক পরিচালিত মোবাইল কোর্ট,মৎস্য অভিযান দ্বারা ইলিশ রক্ষা কার্যক্রম,জাটকা রক্ষা কার্যক্রম, কারেন্ট জাল বিরোধী অভিযান, চায়ন দোয়াইর বিরোধী অভিযান, ভেসাল উচ্ছেদ প্রভৃতি বিষয় উপস্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম, ক্ষেত্র সহকারি জলি আক্তার, ও বিভিন্ন ইউনিয়নের স্থানীয় মৎস্য সম্প্রসারন কর্মী গন। এ সময় আরো উপস্থিত ছিলেন, শ্রীনগর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান, সহ সভাপতি শাজাহান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রয়েল, সাবেক সাধারণ সম্পাদক অধির রাজবংশী প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত