শ্রীনগরে সংখ্যালঘুদের নিরাপত্তায় বিভিন্ন মন্দিরে  আলোচনা সভা

  নজরুল ইসলাম , প্রতিনিধি , শ্রীনগর ( মুন্সীগঞ্জ)

প্রকাশ: ৮ আগস্ট ২০২৪, ২০:১৫ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৫:০২

 শ্রীনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ও মন্দিরের নিরাপত্তায়বি ভিন্ন মন্দিরে আলোচনা সভা করেছে ছাত্র জনতা ও বি এন পি নেতৃবৃন্দ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর পুলিশ বাহিনী কর্মবিরতিতে যাওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠে। এ সংকট নিরসনে মুন্সীগঞ্জের শ্রীনগরে সংখ্যালঘুদের নিরাপত্তায় বিভিন্ন মন্দিরে ছাত্র জনতা সহ বি এন  পি  নেতারা আলোচনা সভা করেছেন।

বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উপজেলা কালিমন্দির, গাজালহাটি, ব্রুজেরপাড়া, আনন্দময়ী পাড়ায় অবস্থিত হিন্দুদের বিভিন্ন মন্দিরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন। 

তিনি  বলেন, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। শ্রীনগরে সর্বকালেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিলো এখনো থাকবে। এই মাতৃভুমিতে জন্ম গ্রহন করে আমরা  একে অপরের পাশাপাশি বসবাস করি। যার যার ধর্ম সে সে পালন করবে এতে কোন বাধা নেই । 

যারা দেশে অরাজকতা সৃষ্টি করছে,  লুটতারাজ  করছে তারা আমাদের  লোক নয়। আপনাদের (হিন্দুদের) কাছে যদি কেউ কোন চাঁদা দাবী করে কিংবা কোন প্রকার হুমকি ধামকি দেয় তাহলে সাথে সাথে আমাদের জানাবেন। আমরা ও আইনশৃঙ্খলা বাহিনী মিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রিয় নেতা আওলাদ হোসেন উজ্জল, উপজেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক আবুল কালাম কানন, বিএনপি নেতা কাজী শামীম ইমাম সাচ্চু, নাসিরুল আলম পলাশ,সিদ্দিকুর রহমান, মহিলা নেত্রী জাহানারা বেগম, জমিস মোল্লা, জামাত নেতা আঃ লতিফ,শামসুল ইসলাম তোতা,  লিমন, মন্দির কমিটির নিরঞ্জন দাস, সুমন দাস ও ছাত্র জনতা সহ  হিন্দু সম্প্রদায়ের সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত