শ্রীনগরে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার 

  নজরুল ইসলাম, শ্রীনগর প্রতিনিধিঃ

প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫৪ |  আপডেট  : ৩০ নভেম্বর ২০২৪, ১১:৫৩

শ্রীনগরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ৬৫ বছরে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাসাড়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, ওই এলাকার আঃ রহমান বেপারীর ছেলে আক্তার (৬৫) নামের এক বৃদ্ধ মঝে মধ্যে ৬ বছরের শিশুটিকে চকলেট ও চিপস কিনে দিত। এতে শিশুটির সাথে তার সখ্যতা তৈরি হয়। বুধবার দুপুরে শিশুটির বাবা-মা ডাক্তার দেখানোর জন্য শ্রীনগর গেলে বৃদ্ধ আক্তার ফাঁকা বাড়িতে এসে রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে। এমন সময় পাশের বাড়ির এক কিশোরী এসে ঘটনা দেখে ফেললে আক্তার ওই কিশোরীকে কিছু প্রকাশ না করার জন্য শাসিয়ে চলে যায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা আক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়েতুল ইসলাম ভূঞা জানান, আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। 
 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত