শ্রীনগরে শহীদের রুহের মাগফেরাত ,খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৪ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২১:৪১
মুন্সীগঞ্জের শ্রীনগরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা, আহতদের সুস্থ্যতা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার কুকুটিয়া কমলাকান্ত উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডঃ জাকারিয়া মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মমিন আলী, সাঃ সম্পাদক দেলোয়ার হোসেন, সিনিঃ সহ-সভাপতি ও শ্রীনগর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম,
সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরণ, সাবেক সাধারন সম্পাদক আওলাদ হোসেন মোল্লা , যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন, আঃ খালেক শিকদার,যুগ্ম সাঃ সম্পাদক শাহ আলম, শ্রীনগর সরকারী কলেজের সাবেক ভিপি রফিকুল ইসলাম রজন, কেন্দ্রিয় সাবেক ছাত্রনেতা আলমগীর আলম,
এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সামসুল আলম খোকন, আবুল তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক লিমন মোড়ল ও সাবেক যুগ্ম সম্পাদক নাঈম লস্কর প্রমুখ ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত