শ্রীনগরে রাস্তা সংস্কারে দবীতে মানববন্ধন

  নজরুল ইসলাম  প্রতিনিধি শ্রীনগর  (মুন্সীগঞ্জ)  

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ১৯:২৮ |  আপডেট  : ২৯ ডিসেম্বর ২০২৪, ২৩:১৭

শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর চৌরাস্তা থেকে উত্তর বালাসুর পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে মানব বন্ধন করেছে এলাকা বাসী । ২৬ জানুয়ারী শুক্রবার বেলা ১২টার দিকে শিশু সদনের মোড় থেকে নতুন বাজার সড়ক অবরোধ করে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ এলাকার ভুক্তভোগীরা এ মানব বন্ধন  কর্মসূচি পালন করে।  

বিক্ষোভ ও মানববন্ধন চলাকালে সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগের শিকার হয় যাত্রী সাধারণ। বালাসুর চৌরাস্তা থেকে  নতুন বাজারে যাতায়াতের  একমাত্র রাস্তাটি তিন বছর যাবৎ বেহাল অবস্থায় পড়ে আছে।

সম্প্রতি বালাসুর চৌরাস্তার সামনে কিছূ অংশ ও নতুন বাজারে ভিতরের কিছু অংশ ডালাই এর কাজ হলেও বাকি সব রাস্তা যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই এলাকার ভুক্তভোগী মানুষ দীর্ঘদিনের পুঞ্জীভূত ব্যথায় ক্ষিপ্ত হয়ে রাস্তার উপর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।

উল্লেখ্য, এই রাস্তা দিয়ে প্রতিদিন ভাগ্যকূল ও রাঢ়ীখাল ইউনিয়নের নাগরনন্দী, কামারগাওঁ, জগন্নাথপট্রি, টেটামারা, বানিয়াবাড়ি, বাঘাডাঙ্গা, নতুন বাজার, কাশেমনগর, পর্যটন কেন্দ্র জমিদার যদুনাথ রায়ের বাড়ির বিক্রমপুর যাদুঘর  সহ আরিয়াল বিলের ফসল ও  মাস তরকারী আনা নেয়ার জন্য প্রতিদিন হাজার হাজার লোক চলাচল করে।

এলাকাবাসী বলেন, সামনে বৃষ্টি বাদলের সময় আসতেছে ।  ঐ সময় এই রাস্তার   খানা-খন্দকে পানি জমা হয়ে প্রতিদিন দুর্ঘটনা ঘটবে।বর্তমানে-ও এ রাস্তা দিয়ে মূর্মুর্ষু  রোগী চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া খুবই কষ্টকর ।  অনেক সময় ডেলিভারী রোগীদের পথেই মৃত্যু হতে পারে। তাই এলাকা বাসী  মানব বন্ধন করে  সংশ্লিষ্ট   কতৃপক্ষের  কাছে রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন ।  

এ বিষয়ে শ্রীনগর উপজেলা প্রকৌশলী মলিকুল ইসলাম কে একাধিক বার ফোন করলে  ও তিনি ফোন রিসিভ করেন নি। অপরদিকে  ঠিকাদার মিজান ফোন রিসিভ করলে ও সাংবাদিক পরিচয় পাওয়ার পর চুপ করে থেকে কিছু ক্ষনপর ফোন কেটে দেন। 

মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, শাহ জামাল বাসার, বলরাম বাহাদুর, আবুল কালাম সিকদার, আব্দুল খালেক মোল্লা, খোকন বেপারী, মো: রাজু শেখ, বাপ্পি মোল্লা, শাহাদাত হোসেন আকাশ প্রমুখ। 

 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত