শ্রীনগরে মহিলা ইউপি সদস্য ছবেদা খাতুন আর নেই

  নজরুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ১১ জুন ২০২১, ১০:৩৩ |  আপডেট  : ১১ মে ২০২৫, ১০:৩৭

শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ছবেদা খাতুন (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.....রাজিউন)। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে ইউনিয়নের কল্লিগাঁও নিজ বাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার সময়ে তার মৃত্যু হয়। ছবেদা খাতুন কল্লিগাঁও গ্রামের মরহুম মোকাজ্জল হোসেনের স্ত্রী। মৃত্যুকালে তিনি দুই কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।

পারিবারিক সূত্রে জানা যায়, ওই দিন বাদ যোহুর কল্লিগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা নামাজ শেষে একই উপজেলার ষোলঘর এলাকার ভূঁইচিত্র কবরস্থানে তাকে দাফন করা হয়। স্বজনরা মরহুমার রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত