শ্রীনগরে বর্জ্য অপসারণ, রাস্তা মেরামত ও ট্রাফিক পুলিশের দায়িত্বে শিক্ষার্থীরা

  নজরুল ইসলাম, শ্রীনগর প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ১০:৪৯ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০০:৪১

মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলায় বর্জ্য অসারণ, রাস্তা মেরামত ও ট্রাফিক পুলিশের দায়িত্বে  কাজ করছেন উপজেলা সমন্বয়ক ও শিক্ষার্থীরা। 

এতে শ্রীনগর দোহার  আঞ্চলিক মহাসড়কের বালাশুর চৌরাস্তার পার্শ্বে

থাকা  বর্জ্য ভেক্যু দিয়ে অপসারণ, চৌরাস্তা সিসি ঢালাই মেরামত ও সড়কগুলো যানজটমুক্ত হয়েছে। 

সড়কে যানবাহন চলাচলে শৃংঙ্খলা ফিরে  এসেছে। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, একাধিক  সড়কে কলেজ ও বিদ্যালয়ের  শিক্ষার্থীদের পাশাপাশি স্কাউট কর্মীরাও ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের অবস্থানে সড়কে কোন প্রকার যানজটের সৃষ্টি হতে দেখা যায়নি। ব্যস্ততম সড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারছে। উপজেলার বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকার পাশাপাশি  রাস্তা মেরামত করছে সমন্বয়কসহ শিক্ষার্থীরা। 

একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের এ ধরণের স্বেচ্ছাশ্রমদানে সকলেই খুশি।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার  সমন্বয়ক জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হোসাইন রাজ্জাক নাঈম, ইবি কুষ্টিয়া বাংলা বিভাগের সোলাইমান হোসেন, জবি বাংলা বিভাগ সাইফুল ইসলাম, ঢাকা কলেজ হাসিবুল ইসলাম,জবি বাংলা বিভাগ মিশু আক্তার, কবি নজরুল কলেজের আরিফ হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত