শ্রীনগরে নৌকার পক্ষে নির্বচন করায় হামলা আহত-৪

  নজরুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: 

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ১০:৫৭ |  আপডেট  : ১৫ মে ২০২৪, ০১:০৪

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করায় কর্মীদের উপর হামলার ঘটনার ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ইউনিয়নের দক্ষিণ পাইকশা গ্রামে এই ঘটনা ঘটে। এতে ৪জন গুরুতর আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অভিযোগ উঠেছে, কোলাপাড়া ইউনিয়নে নৌকার প্রার্থী নেছার উল্লাহ সুজনের পক্ষে নির্বাচনে কাজ করায় আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম বাবুর কর্মীরা তাদের বেধরক মারধর করে। 

আহত শিশির (২১), পরশ(৩৫), টিটু (৩৩), প্রীন্স(১৯) জানায়, আমরা সুজন ভাইয়ে নৌকার পক্ষে নির্বাচন করায় আমাদেকে বাবুর লোকজন নির্বাচনের আগে কয়েকবার হুমিকি দিয়েছিল। আজ সন্ধ্যায় আমরা বাড় হাটিতে অবস্থিত আনারস মার্কার নির্বাচনি কেম্পের সামনেদিয়ে যাচ্ছিলাম। এমন সময় রাজিব, অলী, শাকিল, মারুফ, রিদয়সহ প্রায় ২০/২৫ জন আমাদের উপর আচমকা ভাবে হামলা করেন।

এই ব্যাপারে রফিকুল ইসলাম বাবুর কাছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনে অনেকেই আমার পক্ষে কাজ করেছে। সবাইকে তো আমি চিনিনা। হামলা কারিরা আমার পক্ষে নির্বাচনে কাজ কেরেছে কিনা আমি বলতে পারবোনা।

শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মারামারির খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি পরিস্থিতি স্বাভাবিক আছে। এখনো কোনো অভিযাগ করেনি। অভিযোগ পেলে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত