শ্রীনগরে নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলামের উন্মুক্ত ওয়ার্ড সভা
প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১২ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ১৬:৩২
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওর্য়াডে নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলামের তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে উন্মুক্ত ওর্য়াড সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(০২ফেব্রুয়ারী)বিকাল ৫টার সময় হড়পাড়ায় এ উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর ইউনিয়নের ৭নং নাম্বার ওয়ার্ড কমিটির আয়োজনে ইউপি সচিব মোকসেদুল করিম এর সঞ্চালনায় ৭নং ওর্য়াডের মেম্বার মোঃ সালামের হোসেনের সভাপতিত্বে উন্মুক্ত ওর্য়াড সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন,শ্রীনগর উপজেলার সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম।,সংরক্ষিত ৭.৮ ও ৯নং ওর্য়াডের মহিলা আসনের মেম্বার সাজেদা বেগমসহ ওর্য়াডের গন্যমান্য ব্যাক্তিবর্গ।সভায় চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন,আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন।আমি আপনাদের ছেলে,কারো ভাই,কারো আত্মীয়-স্বজন,আপনাদের পাশে থেকেই আপনাদের জন্য কাজ করে যেতে চাই।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত