শ্রীনগরে দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড এর  ১৪১ তম শাখা উদ্বোধন

  স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ১৬:৪৫ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ১৩:২৩

গতকাল ১১ মার্চ শনিবার মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা সদরের এম রহমান কমপ্লেক্সে দি ঢাকা দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড এর ১৪১ তম শাখার শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) হেলাল মোর্শেদ খান, বীর বিক্রম পিএসসি। 

ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) আবু জাফর চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন। 

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর ভাষা শহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর ভাষা শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

স্বাগত বক্তব্য দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মো.জয়নাল আবেদীন

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি ব্যাংক অ রূপালী ব্যাংকের সাবেক ডিএমডি, ইসলামী ব্যাংকের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন। ব্যাংকের পরিচিতি তুলে ধরে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব) হামিদুল হসেন বীর বিক্রম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন (অব) কে এম নজিব ও বিক্রমপুর ফাউন্ডেশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদুর রহমান লাল প্রমুখ।

অনুষ্ঠানে ২০জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত