শ্রীনগরে আড়িয়াল বিলের কৃষকের ধান কেটে দিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ

  নজরুল ইসলা, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ১৫:০৬ |  আপডেট  : ১৩ নভেম্বর ২০২৪, ১৭:২৭

বৈশ্বিক মহামারি করোনার ভাইরাস সংক্রমণ মোকাবেলায় দ্বিতীয় ধাপে সরকার ঘোষিত লকডাউন চলছে। লকডাউনের ফলে বিগত বছরের ন্যায় এবছরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মুন্সীগঞ্জের শ্রীনগরে আড়িয়াল বিলে এক কৃষককের জমির পাকা ধান কেটে দেন। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নের্তৃত্বে শ্রীনগরের গাদিঘাট এলাকার অসহায় কৃষক আবুল বেপারীর জমির পাকা ধান কাটা হয়। 

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শহীদুল্লাহ লিটন, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সালমা হাই টুনী, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল হোসেন, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জহিরুল হক নিশাত শিকদার, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম জিকুসহ দলীয় নেতাকর্মী বৃন্দ।

ধানকাটা শেষে শ্রীনগর থানা সংলগ্ন নিউলাইফ জেনারেল হাসপাতালের সামনে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত