শ্রীনগরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ২০:২৫ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ১৬:২৫
শ্রীনগর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুবকর সিদ্দিক, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, কৃষি অফিসার শান্তনা রানী, মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফেরদৌস, পল্লী বিদ্যুৎ শ্রীনগর জোনালের ডিজিএস মদন গোপাল সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক আসিফ হাওলাদার, শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, আব্দুল বারেক খান বারী, শহিদুল্লা কামাল ঝিলু, রফিকুল ইসলাম বাবু, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসেন প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত মাসিক সভায়, শ্রীনগরে খুপড়ি ঘরের আদলে গড়ে উঠা চাইনিজ রেস্টেুরেন্টে অভিযান, শ্রীনগর বাজার এলাকায় যানজট নিরসন প্রয়োজনীয় ব্যবস্থা, কলেজ গেইট এলাকায় সমাধি মন্দিরের আড়ালে ধর্ম মন্ডলের মাদক ব্যবসা করার বিষয়টি গুরত্বের সাথে আলোচনার টেবিলে উঠে আসে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত