শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে শ্রীনগরে দোয়া মাহফিল

  নজরুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ১২ জুন ২০২১, ০৮:৪১ |  আপডেট  : ১১ মে ২০২৫, ১৬:১১

শ্রীনগরে ১১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে নেত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার বাদ জুমা উপজেলার কলেজ গেইট সংলগ্ন জামে মসজিদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা গোলাম সারোয়ার কবীরের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার পাটাভোগ ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আল মামুন, পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ রমিজ উদ্দিন বেপারী, সাধারণ সম্পাদক মো. রায়হান মাহমুদ মিথুন, তন্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক দুলাল, কুকুটয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেম মিন্টু, বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির শেখ ও জহিরুল হক লিমন, মো. রনি শেখ, আলী নুর শেখসহ অত্র এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত