শেখ হাসিনাকে আইটিইউ মহাসচিব, গাম্বিয়া ও ফিলিপাইনের প্রেসিডেন্টের অভিনন্দন
প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৭ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১২:২৬
প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন আইটিইউ মহাসচিব ডোরেন বোগদান-মার্টিন, গাম্বিয়ার প্রেসিডেন্ট অ্যাডামা ব্যারো ও ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ আর মার্কোস আইআর। সম্প্রতি প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে তারা এ শুভেচ্ছা জ্ঞাপন করেন।
ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব ডোরেন বোগদান-মার্টিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে বলেন, ‘আমি এই গুরুত্বপূর্ণ এই পদে আপনার সাফল্যের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আগামী বছরগুলোয় বাংলাদেশের জনগণের সমৃদ্ধি, ঐক্য, প্রবৃদ্ধি এবং প্রতিটি সাফল্য কামনা করছি।’
গাম্বিয়ার প্রেসিডেন্ট অ্যাডামা ব্যারো চিঠিতে লিখেছেন, ‘গাম্বিয়ার সরকার ও জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে সাম্প্রতিক নির্বাচনে জয়ী হওয়ায় আপনাকে আমাদের উষ্ণ অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ আর মার্কোস লিখেছেন, ‘ফিলিপাইন সরকারের পক্ষ থেকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে আপনি পুনরায় নির্বাচিত হওয়ায় আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত