শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে বাগেরহাট চা দোকানী আটক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ১৯:৪২ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ১২:২২
বাগেরহাটে ৮ বছরের এক কন্যা শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে জব্বার মোল্লা (৫০) নামের এক চা দোকানীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে ওই শিক্ষার্থীর পরিবারের অভিযোগের ভিত্তিতে শহরের রেলরোড এলাকা থেকে ওই বৃদ্ধকে আটক করেছে পুলিশ। আটক জব্বার মোল্লা মৃত হাসমত আলী মোল্লার ছেলে। সে দীর্ঘদিন ধরে বাগেরহাট শহরের রেলরোড এলাকায় ভাড়া বাড়ীতে বসবাস করতেন। সে চা বিক্রির পাশাপাশি ইলেট্রিকি মিন্ত্রি হিসাবে কাজ করতেন।
শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, সকাল ১০টার দিকে রেলরোডস্থ জব্বার মোল্লার দোকানে বিস্কুট কিনতে যায় শিশুটি। আশেপাশে কেউ না থাকায় শিশুটিকে দোকানের পিছনে শোবার ঘরে নিয়ে জব্বার মোল্লা ধর্ষনের চেষ্টা চালায়। পরবর্তিতে ওই শিশুটি বাড়ী ফিরে তার মাকে ঘটনা জানায়।বাগেরহাট মডেল থানার (ওসি) তদন্ত মোহাম্মদ মোহাসিন হোসেন বলেন, ২য় শ্রেণির এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জব্বার মোল্লা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত