শিশুকে গল্পের বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৭ |  আপডেট  : ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬

ফাইল ছবি

টিভি ও ডিভাইস  শিশুদের মন-মানসিকতা বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই প্রয়োজন তাদের কে বই কিংবা গল্পের বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া ।

প্রায়ই মায়েদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়, তাঁর সন্তান বই পড়তে চায় না। তাই শিশুদের বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার প্রথম এবং সেরা পন্থা হল – একসঙ্গে মজা করে বই পড়া।শিশুদের যখন বইগুলোর সঙ্গে ইতিবাচক সংযোগ তৈরি হয়, তখন তারা বই পড়া সম্বন্ধে ভালো ধারণা পোষণ করে। যা পরবর্তীতে তাদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সহায়তাকরে।

শিশু বা বাড়ন্ত সন্তানের শৈশবে বই পড়ায় অভ্যস্ত করে তোলার জন্য আরও কিছু উপায় তুলে ধরা হল: 

  • শিশুদেরকে উজ্জ্বল ছবি যুক্ত গল্পের বই পড়তে দিন।
  • ছোট শিশুরা খুব স্বল্প সময়ের জন্য মনোযোগ ধরে রাখতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে এই মনোযোগের সময়সীমা বাড়তে থাকে। আপনার শিশুকে সিদ্ধান্ত নিতে দিন, সে কত সময় ধরে পড়তে চায়।
  • আপনি হয়ত লক্ষ্য করে দেখবেন, আপনার শিশু বইয়ের কোন একটি পাতা পছন্দ করছে বা তার একটি প্রিয় ছবি আছে। তার হয়ত ওই পাতায় বেশি সময় ধরে থাকছে। আপনি যখন আপনার শিশুকে তার ইচ্ছামত বইটি পড়তে বা তার সঙ্গে থাকতে দিচ্ছেন, তখন তার বই পড়ার আগ্রহ বহুগুণে বেড়ে যায় এবং অর্থবহ হয়। 
  • শিশুকে গল্প বলতে গেলে বইয়ের ছবিগুলো 'পড়ার' বা ব্যাখ্যা করার চেষ্টা করুন। 
  • খাওয়ার সময় হাতে মবাইল ফোন না দিয়ে মুখে গল্প শুনান।
  • শিশুদের বইয়ের পাতা ওল্টাতে অনুপ্রাণিত করুন। শিশুরা কম বয়সে নিজ থেকে বইয়ের এক পাতা থেকে পরবর্তী পাতায় যেতে পারে না। তবে ১৮ মাস বয়সে তারা বইয়ের পাতা ওল্টানোর চেষ্টা করে এবং বয়স যখন ৩ বছর হবে – ততদিনে সে নিজে থেকে পাতা ওল্টাতে শিখে যায়। 
  • বইয়ের কভার পৃষ্ঠা দেখিয়ে ভেতরের গল্প কেমন হবে, তা তাদের কাছে বলুন। আপনার শিশু যদি একটু বড় হয়, তবে গল্পটি আর কী ধরনের হতে পারে - তা অনুমান করতে বলুন। 
  • আপনি যখন পড়ছেন, তখনই অক্ষরগুলোর ওপরে আঙুল রেখে বাম থেকে ডানে নিয়ে যান। 
  • গল্পের চরিত্রগুলোর জন্য আলাদা আলাদা কণ্ঠস্বর তৈরি করুন। গল্পটি বলার সময় বিভিন্ন অঙ্গভঙ্গি করুন, যেন গল্পের প্রতিটা চরিত্র জীবন্ত হয়ে ওঠে।
  • বই পড়ার সময় গল্প বলার ছলে আপনার নিজের পরিবার, পোষা প্রাণী বা সম্প্রদায় সম্পর্কে কথা বলুন।
  • আপনার সন্তানের সঙ্গে কথোপকথনের সময় গল্পটি নিয়ে কথা বলুন। আপনি গল্পের চিত্রগুলিতে যা দেখেন বা গল্পে যা পড়েন, কথোপকথনের সময় তা নিয়ে কথা বলুন। আপনার সন্তানের কাছে মতামত জানতে চান, গল্পের বিষয়ে প্রশ্ন করুন। 
  • রাতে ঘুমানোর সময় বইয়ে পড়া গল্প গুলোর চিত্রপট নিয়ে আলোচনা করুন ।
  • শিশুদের বিভিন্ন ধরনের গল্পের সাথে পরিচয় করিয়ে দিন। 

 

      সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত