শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আজও ঢাকামুখী যাত্রীর চাপ, বাড়ানো হয়েছে ফেরির সংখ্যা 

  শফিক স্বপন, মাদারীপুর:

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ১৫:৩৬ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৩:২২

রবিবার থেকে গার্মেন্টস, শপিংমলসহ দোকানপাট খোলায় বেলা বাড়ার সাথে সাথে বাংলাবাজার-শিমুলিয়া রুট হয়ে কর্মস্থল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে  ফিরছে মানুষ। যাত্রী চাপ বাড়ায় ২টি ডাম্ব ফেরি যুক্ত হয়ে ফেরির সংখ্যা বাড়িয়ে ৭ করা হয়েছে। গনপরিবহন বন্ধের সাথে ফেরি চলাচল সীমিত, ল  চলাচল বন্ধ থাকায় গন্তব্যে পৌছাতে গিয়ে করোনা সংক্রমনের ঝূকির সাথে প্রত্যেক যাত্রীকেই গুনতে হয়েছে কয়েকগুন ভাড়া। যাত্রীরা এ ঘাট ও ঘাট পায়ে হেটে গিয়ে প্রখর গরমে রোজার মধ্যে অসহনীয় দূর্ভোগ পোহান। 

যাত্রী চাপ সামাল দিতে গিয়ে ঘাট এলাকায় পুলিশ,ও বিআইডব্লিউটিসিকে কাজ করতে দেখা গেছে।  কোথাও দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানার লক্ষ¥ন। ভাড়া নিয়ে ভাড়া আদায়কারী ও যাত্রীদের মধ্যে মারামারির ঘটনাও ঘটেছে। পরে তা সমঝোতা হয়।  দক্ষিনা লের বিভিন্ন জেলা থেকে মাইক্রোবাস, মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে বাড়তি ভাড়া দিয়ে ঘাটে আসছেন যাত্রীরা। ইজিবাইক, সিএনজি, মোটরসাইকেলে বরিশাল থেকে ৫ শ থেকে ৬ শ টাকা, গোপালগঞ্জ ৫শ টাকা, খুলনা এক হাজার ৭ শ টাকা, মাদারীপুর ২শ টাকা,বাগেরহাট ৬শ৫০ টাকাসহ প্রতিটি যানবাহনেই কয়েকগুন ভাড়া আদায় করা হচ্ছে। এদিকে এদিন ঢাকা থেকে দক্ষিনা লগামী যাত্রীদের চাপও রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত