শিবচরে নিখোঁজের ৬ ঘন্টা পর নদী থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ১৭:৪৫ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০০:২১
মাদারীপুরের শিবচরে নিখোঁজের ৬ ঘণ্টা পর রাকিব খান (২৪) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার জয় বাংলা ব্রিজ সংলগ্ন ময়নাকাটা নদী থেকে মঙ্গলবার সন্ধ্যায় ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
রাকিব খান শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়ন চরশ্যামাইল গ্রামের জসিম খানের ছেলে। তিনি শিবচর উপজেলার সরকারি বরহামগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১ টার দিক বাড়ি থেকে বের হয় কলেজছাত্র রাকিব খান। সন্ধা হলেও বাড়িতে ফিরে না আসলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে একই এলাকার জয় বাংলা ব্রিজ সংলগ্ন ময়নাকাটা নদীতে রাকিবকে ভাসতে দেখেন স্থানীয়রা।
পরে খবর পেয়ে পরিবারের লোকজন রাকিবকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে চিকিৎসক জানিয়েছেন, রাকিবের হাতে সাপের ছোবলের চিহ্ন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার গোলদার।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত