শিবগঞ্জ আটমূলে মানবিক উন্নয়ন সংস্থার উদ্বোধন
প্রকাশ: ৪ নভেম্বর ২০২২, ২০:০১ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৮:০১
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নে অ-রাজনৈতিক সেবা মূলক প্রতিষ্ঠান মানবিক উন্নয়ন সংস্থার অস্থায়ী কার্যলয় উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ( ৪ নভেম্বর) বিকেলে এ-উপলক্ষ্যে তৌহিদুল ইসলাম ঠান্ডার সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটমূল ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন৷ এ সময় উপস্থিত ছিলেন আটমূল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ইউপি সদস্য খোরশেদ আলম কাজল, ইমরান নাজির, সমাজ সেবক আঃ মান্নান দুলু, সুজাউল ইসলাম, এম শামসুল ইসলাম, সংস্থার সভাপতি ফাতেমা আক্তার ও সাধারণ সম্পাদক ওয়েজকুরুনী, হুমায়ন কবির, সুদেব কুমার, মানিক উদ্দীন, মোশারফ হোসেন, মিলন প্রমূখ। পরে আটমূল বন্দরে মানবিক উন্নয়ন সংস্থার অস্থায়ী কার্যলয় উদ্বোধন করেন প্রধান অতিথি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত