শিবগঞ্জে শোভাযাত্রার মধ্য দিয়ে জাতীয় শিক্ষক দিবস পালিত
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ১৫:৫২ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৬:১৫
বগুড়া শিবগঞ্জে ‘শিক্ষকদের হাত ধরে শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় শোভাযাত্রা শেষে উপজেলা শহীদ হাফিজুর রহমান অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টিএম আব্দুল হামিদ, সরকারি মোজাফফর হোসেন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত