শিবগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত, আহত ৩০

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ১৫:০৬ |  আপডেট  : ৩০ এপ্রিল ২০২৪, ০৯:১৮

বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।শনিবার (২৬ মার্চ) রাত সোয়া ১১ টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে উপজেলার মোকামতলা মাটিরঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত বাসের নীচে চাপা পড়ে মারা যাওয়া আনুমানিক ৩৫ বছর বয়সী যুবকের নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, রুপা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে যাত্রী নিয়ে গাইবান্ধা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এসময় বিপরীতমুখী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ এড়াতে মহাসড়কের ডান পার্শ্বের বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এসময় পুরো বাসটি খাদে পরে যায়। এতে ১ জন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে করে জানান, বাসটি আমাদের হেফাজতে রয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত