শিবগঞ্জে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ
প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ২০:০৫ | আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৬:৪০
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ৭দিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ উপজেলা বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহন করে। ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে দর্শনার্থীদের আগমনে মুখরিত হয় মেলা প্রাঙ্গণ। শিশু কিশোরদের কলাকাকলিতে প্রাণ ফিরে পায় মেলা। মেলায় প্রতিদিন বিভিন্ প্রতিষ্ঠানের পক্ষ থেকে মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলার শেষে দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অংশ গ্রহনের বর্ণাঢ্য র্যালী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে শিবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অংশগ্রহন কারী ষ্টাল ও বিভিন্ন অনুষ্ঠানের বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুষ্কার বিতরন করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, ইউপি চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, আসিফ মাহমুদ মিল্টন, শফিকুল ইসলাম শফি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তারক নাথ কুন্ডু, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত