শিবগঞ্জে মাঝিহট্ট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ  (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ২০:৫৯ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ০৪:২৫

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২২ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।  ৩০ মার্চ  বুধবার  সকাল ৮টা হইতে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

মোট ভোটার সংখ্যা ৩৪৬ জন এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করে ২৯৯জন।  অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দীতা করেন ০৬জন। মহিলা পদে ০২ জন। নির্বাচনে বিজয়ীরা হলেন প্রথম হয়েছেন নওফেল হোসেন, দ্বিতীয় আব্দুস ছালাম, তৃতীয় আব্দুল মান্নান, চতুর্থ তাজুল ইসলাম ও মহিলা সদস্যা মোছাঃ রুমি বিবি। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই আনন্দঘণ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার  ও উপজেলা যুব কর্মকর্তা গোলাম রব্বানী। 

এসময় উপস্থিত ছিলেন মাঝিহট্ট ইউপি চেয়ারম্যান এসকেন্দর আলী সাহানা, উপজেলা আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর মন্ডল ও প্রধান শিক্ষক নিজাম উদ্দিন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত