শিবগঞ্জে বঙ্গবন্ধু  ও বাংলাদেশ বিষয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

  রশিদুর রহমান রানা  শিবগঞ্জ(বগুড়া)প্রতিনিধি

প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৬ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ১৮:২৭

বগুড়ার শিবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। 

 বৃহস্পতিবার(১লা) সেপ্টেম্বর  বিকেলে উপজেলা আওয়ামীলীগ এর আয়োজনে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ ও আলোচনা সভায়   প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি  আলহাজ্ব মজিবর রহমান মজনু। 

উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। 

উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা প্রদীপ কুমার, আসাদুর রহমান দুলু, আবুল কাশেম ফকির। এসময় উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামীলীগ নেতা হাবিবুল আলম মাস্টার, এমদাদুল হক, ইঞ্জিঃ আঃ মান্নান, মহিদুল ইসলাম, রিজ্জাকুল ইসলাম রাজু, খ.ম শামীম, রেজাউল করিম চঞ্চল, শহিদুল ইসলাম শহীদ, জাহিদুল ইসলাম, বেলাল হোসেন, আহসান হাবিব সবুজ, সাহাব উদ্দীন শিবলী, সোহেল রানা মিন্টু, আতিক রহমান, জান্নাতী আক্তার টুম্পা, পৌর আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আমিনুল হক দুদু, ছামছুল মোল্লা, যুবলীগ নেতা আঃ ছাত্তার, কৃষকলীগ নেতা লুৎফর রহমান, শাহিনুর মাস্টার, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুর রহমান, ছাত্রলীগ নেতা মাসুম পারভেজ মুকুল সহ ১২টি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ বিষয়ের উপর কুইজ প্রযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত