শিবগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে মিশ্র জাতীয় মাছ নিধনের অভিযোগ  

  রশিদুর রহমান রানা  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ 

প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ০৯:০০ |  আপডেট  : ১১ মে ২০২৪, ১৮:০৭

বগুড়ার শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার ১নং ওয়ার্ড চকভোলাখাঁ গ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে মিশ্র জাতীয় মাছ নিধনের ঘটনা ঘটেছে।

১২ আগষ্ট বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কাহারা চকভোলাখাঁ গ্রামের সাবেক কমিশনার আব্দুল গোফ্ফারের ছেলে উপসহকারী কৃষি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক রানার ১৫ শতক পুকুরে এ বিষ প্রয়োগ করে।

সকাল ৬টার দিকে তাদের বাড়ির কাজের ছেলে আলম টের পেয়ে মালিককে খবর দেয়। খবর পেয়ে সবাই পুকুরে এসে দেখে মাছ মরে ভেসে উঠেছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক রানা  বলেন, আমি নিয়মিত মাছ চাষ করি। প্রায় ৪মাস পূর্বে ২০হাজার টাকার মিশ্র জাতীয় মাছ পুকুরে ছেড়েছিলাম। কে বা কাহারা বিষ প্রয়োগে মাছ মেরে ফেলেছে। সব মিলিয়ে আমার ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। কে এমন নেক্কারজনক কাজ করেছে তা আমরা খোঁজার চেষ্টা করছি। শিবগঞ্জ থানায়  একটি সাধারন ডায়েরি করবেন বলে তিনি জানান

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেছেন, আমাদের গ্রামে রাজনীতি ঘরে ঘরে ঢুকে গিয়েছে। সৎ ভাবে কেউ চলতে চাইলেই কেউ না কেউ তাকে ক্ষতি করার চেষ্টা করে। এক শ্রেণীর মানুষ আছে তারা কারো ভালো চায়না। তাদের কারণে সমাজে বসবাস করা কঠিন হয়ে পরেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত